দৈনিক খবর

যানজটে বিরক্ত হয়ে গাড়ির ছাদে বসে মদপান!

আমাদের জরুরি কাজ থাকলেও যানজটে আটকে যেতে হয়। আর রাস্তায় যানজটে আটকে পড়াটা বেশ বিরক্তিকর। দীর্ঘক্ষণ সেই যানজটে আটকে থাকলে কী করবেন? কেউ হয়তো মোবাইলে সিনেমা দেখবেন, কেউ কথা বলবেন। কেউ বড়জোর গাড়ি থেকে নেমে একটু পা টান করবেন। কিন্তু ভারতের গুরুগ্রামে দেখা গেল ভিন্ন চিত্র। ট্রাফিকে আটকে গাড়ির ছাদে বসেই মদ খেতে শুরু করেন এক ব্যক্তি। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গত শনিবার ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন রবি হান্ডা নামে এক ব্যক্তি। মজা করে তিনি ভিডিওর সঙ্গে লেখেন, এমন কাণ্ড গুরুগ্রামেই হতে পারে!
১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি একটি ছোট সাদা গাড়ির ছাদে বসেই মদ পান করছেন। প্রবল যানজটের মধ্যে গাড়িটি ধীর গতিতে এগিয়ে চলেছে। গাড়ির সামনের আসনে বসা অন্য এক যাত্রী একটি গ্লাস গাড়ির ছাদে বসা ব্যক্তির হাতে পৌঁছে দিলেন। তারপরেই বোতল থেকে মদ ঢেলে খেতে শুরু করেন ওই ব্যক্তি।

টুইটারে পোস্ট হওয়ার পর থেকেই ভিডিওটি বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও যারাই দেখেছেন, তারা ওই ব্যক্তির আচরণের তীব্র নিন্দা করেছেন। প্রকাশ্যে এভাবে মদপানকে সমর্থন করেননি কেউই।

একজন লিখেছেন, পুলিশ ধরে পেটালে সমস্ত নেশা কেটে যাবে। অন্য আরেকজন লিখেছেন, অসভ্যতা করার কোনো না কোনো উপায় মানুষ ঠিক খুঁজে বের করে।

Related Articles

Back to top button