দৈনিক খবর

বাবাকে নিথর করে থানায় আত্মসমর্পন প্রকৌশল বিশ্ববিদ্যালের শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ের শান্তিনগর মহল্লা নামক এলাকায় এক উচ্চ শিক্ষিত যুবকের হাতে বাবা নিথর হয়েছেন। তিনি তার বাবাকে নিথর করার পরে নিজে চলে যান থানায় এবং পুলিশের নিকট ঘটনা খুলে বলে নিজে আত্মসমর্পণ করেছেন। স্থানীয়রা ঘটনা সম্পর্কে জানিয়েছেন, ঘা”/তক ছেলে পুরোপুরি সুস্থ নন, মাঝে মাঝে তার মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।

প্রয়াত ফজলে হক চার ছেলে ও দুই মেয়ের জনক। ঘা”/তক গোলাম আযম তার দ্বিতীয় পুত্র। তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শিক্ষাজীবন শেষ করে দিনাজপুরে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার দিন ঘাটে গোলাম আযম তার বাবাকে বেডরুমে শ্বাসরোধ করে হ”/ত্যা করে। মৃ”/ত্যু নিশ্চিত করতে ধা”/রালো অ”/স্ত্র দিয়ে বাবার বুকে ছু”/রিকা”ঘাত করে।

ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবাকে হ”/ত্যার পর গোলাম আজম আত্মসমর্পণ করেছেন।

তিনি আরও জানিয়েছেন, আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। আমরা জানতে পেরেছি, গোলাম আজম একজন মানসিক রোগী সে মাঝে মাঝে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তার বাবা ফজলে হকের নিথর দেহের ময়নাতদন্ত সম্পন্নের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ম”/র্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন সেখানকার রিপোর্টের অপেক্ষায় রয়েছি।

Related Articles

Back to top button