দৈনিক খবর

ভয়াবহ অভিজ্ঞতার শিকার ছাত্রলীগের নেতা নাজমুল: বললেন ফোন থেকে কল পেলে রেসপন্স কররেন না প্লিজ

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার উত্তরায় ভয়াবহ এক অভিজ্ঞতার স্বীকার হন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করলেন তিনি নিজেই।

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি বলেন, ডাকাতরা তার মোবাইল ফোন নিয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উত্তরায় ডাকাতরা গাড়ির জানালা খোলা দেখতে পেয়ে তার ফোন নিয়ে যায়।

ফোন খোয়ানোর কথা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাবেক এই ছাত্রনেতা। মোবাইল হারানো নিয়ে সিদ্দিকী নাজমুল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মোবাইলটা উত্তরা থেকে গাড়ির জানালা দিয়ে টান দিয়ে নিয়ে গেছে আমার ০১৯৪৯৯… নাম্বারের কল কিংবা হোয়াটস অ্যাপ থেকে আপাতত মেসেজ কিংবা কল পেলে রেসপন্স কররেন না প্লিজ।’

এদিকে অপরাধীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। জানা গেছে, গত ৬ মাসে ছিনতাইকারীদের বিরুদ্ধে ৫৯টি অভিযান চালিয়ে দুই শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এছাড়াও একাধিক টিম অভিযান চালিয়ে ২৯ জন সংঘবদ্ধ ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।

Related Articles

Back to top button