দৈনিক খবর

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে আজ সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিনি এলডিসি ৫ সম্মেলনে তার অংশগ্রহণ ছাড়াও কাতারের প্রতিপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

৮ মার্চ পর্যন্ত কাতারে অবস্থানকালে কাতারের আমিরের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

আরও পড়ুনঃ

সাকিবের কথায় রাজি হয়েছেন ইমরুল

দীর্ঘ সাত বছর পর বুধবার (১ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলছে বাংলাদেশ। সেটি দেখতে প্রেস বক্সে এসেছিলেন ইমরুল কায়েস। সাত বছরের মধ্যে তাঁর দুই প্রেক্ষাপট। কদিন আগে কুমিল্লার হয়ে বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক ২০১৬ সালের অক্টোবরে মিরপুরেই ইংলিশদের বিপক্ষে খেলেছিলেন ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস।

যদিও হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত হেরেছিলো টাইগাররা। ম্যাচ শেষে কায়েস সাংবাদিকদের বলেছিলেন, ‘ম্যাচটার কথা মনে পড়ে। সেঞ্চুরি করেও অল্পের জন্য জিততে পারিনি। ওই ম্যাচ জিতলে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততাম।

সামান্য ভুলে ম্যাচটা হেরেছিলাম আমরা। একটু তো আফসোস কাজ করেই। তবে খেলায় এসব হতেই পারে।’

তবে এবার ইমরুল আশাবাদী, ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, ‘ভালো করবে, খারাপ করার কিছু নেই। আমরা বড় বড় দলকে হারিয়েছি। ইংল্যান্ডকেও ২০১৬ সালে এক ম্যাচে হারিয়েছি আরেক ম্যাচে অল্পের জন্য হেরে গেছি।

তার মানে তখনই সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। এখন আরও ভালো দল। ভালো ভালো বোলার আছে। মাঠে কাজ ঠিকঠাক করলে অবশ্যই জেতা সম্ভব।’

আগামী মাসে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিবের অনুরোধে মোহামেডানে খেলতে যাচ্ছেন ইমরুল। ডিপিএল নিয়ে বাঁহাতি ওপেনার বলছিলেন,‘সাকিব বলেছিল মোহামেডানে খেলতে। গত বছরই বলেছিল, কিন্তু আমি শেখ জামালে কথা দিয়েছিলাম।

এ বছর আগে বলে রাখায় বলেছি, ঠিক আছে। এ বছর ইনশা আল্লাহ্ মোহামেডানে খেলছি। চেষ্টা থাকবে মোহামেডানকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার। এবার সবাই ভালো খেলোয়াড়। সাকিব আমাকে ফোন দিয়েছিল খেলতে। এবার আগে বলায় বলেছি ঠিক আছে।’

Related Articles

Back to top button