দৈনিক খবর

পাকিস্তানে দুটি জাতীয় দল গড়তে চান আফ্রিদি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন শহীদ আফ্রিদি। নতুন বোর্ড সভাপতি নাজাম শেঠির কাছ থেকে দায়িত্ব পেয়ে জাতীয় দলে ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর কাজে হাত দিয়েছেন তিনি। এবার একই সময়ে দুটি জাতীয় দল প্রস্তুত রাখতে চান তিনি।

আফ্রিদি বলেছেন, ‘আমার মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের জন্য দুটি দল তৈরি করতে চাই।’ তবে তিনি করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা চলমান নিউজিল্যান্ড সিরিজ পর্যন্তই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই দেশের দুটি জাতীয় দলের ধারণা ইদানিং বেশ জনপ্রিয়। ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো এখন একই সময়ে আলাদা ভেন্যুতে খেলতে ও বেঞ্চের শক্তি পরখ করে দেখতে দুটো করে জাতীয় দল প্রস্তুত রাখছে। সম্প্রতি এ ধারণা ছড়িয়ে পড়তে শুরু করেছে বাকি ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যেও। প্রায় সমশক্তির দল হলেও এই ক্ষেত্রে ভারত, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। দলটির ইতিহাসে দুটো দল প্রস্তুত রাখার ঘটনা ঘটেনি কখনোই। তবে আধুনিক ক্রিকেটে নিজেদের তুলে ধরতে এবার নড়েচড়ে বসেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

প্রথমবার পিসিবির দায়িত্ব পাওয়ার অল্প দিনের মধ্যেই পাকিস্তান ক্রিকেটের একটি সমস্যা ধরতে পেরেছেন আফ্রিদি। নির্বাচকদের সঙ্গে খেলোয়াড়দের দূরত্ব সৃষ্টি হয়েছিল বলে মনে হয়েছে তাঁর, ‘আমার মনে হয়, অতীতে সবার মধ্যে যোগাযোগের ঘাটতি ছিল। সব ক্রিকেটারকে আলাদাভাবে ডেকে নিয়ে কথা বলে বিষয়টি বুঝতে পেরেছি আমি। যেমন হারিস (সোহেল) ও ফাখরের (জামান) সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। ওদের ফিটনেস টেস্ট নিয়েছি। আমি বিশ্বাস করি, ক্রিকেটার ও নির্বাচক কমিটির মধ্যে সরাসরি যোগাযোগ থাকা উচিত। ’

Related Articles

Back to top button