দৈনিক খবর

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা মজুরির দাবি হোটেল-রেস্তোরাঁ শ্রমিক লীগের

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকাসহ ৮ দফা দাবি জানিয়েছেন ঢাকা মহানগর হোটেল-রেস্তোরাঁ শ্রমিক লীগ। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর হোটেল রেস্তোরাঁ শ্রমিক লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন দিলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিক মালতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, অনেক রেস্তোরাঁয় নানা ধরনের সংকট তৈরি করা হচ্ছে। শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। এসব বন্ধের আহ্বান জানান।

তারা বলেন, সামনে রমজান আপনারা শ্রমিক ছাঁটাই করবেন না। তাদেরও সংসার আছে। এসময় আট দফা দাবি তুলে ধরেন। ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা করা ছাড়াও অন্য দাবিগুলো হলো-

১। হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের চাকুরীর নিশ্চয়তা দিতে হবে। প্রতিমাসের ৭ কর্ম দিবসের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে।

২। সকল হোটেল রেস্টুরেন্ট, সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদেরকে নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিসবুক দিতে হবে।

৩। সকল হোটেল রেস্টুরেন্ট, সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদেরকে আইন অনুযায়ী মজুরীসহ সপ্তাহে দেড় দিন ছুটি দিতে হবে।

৪। হোটেল রেস্টুরেন্ট, সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদের জন্য মজুরী বোর্ড পুনঃগঠন করতে হবে।

৫। সকল হোটেল রেস্টুরেন্ট সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদেরকে প্রতিবৎসর ২ ঈদে ২টি উৎসব বোনাস প্রদান করতে হবে।

৬। সকল হোটেল, রেস্টুরেন্ট সুইটমিট, বেকারি শ্রমিক কর্মচারীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করতে হবে।

Related Articles

Back to top button