দৈনিক খবর

এবার এমপি-মন্ত্রী হওয়া নিয়ে ভিন্ন এক দাবি করে আলোচনায় কাদের সিদ্দিকী

বাংলাদেশ ভিন্ন ধারার রাজনীতি করে আলোচনায় এসেছেন বঙ্গবীর উপাধি প্রাপ্ত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বাংলাদেশের বর্তমান রাজনীতি প্রেক্ষাপটে দুর্নীতির কথা তুলে ধরেন। তিনি বর্তমান সময়ে নেতাকর্মীদের নিপী”ড়িত হওয়ার দাবি করে সে বিষয় নিয়েও সমালোচনা করেছেন। এবার তিনি নিজের বিষয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন।

কাদের সিদ্দিকীর এমপি-মন্ত্রী হওয়া কোনো বিষয় নয় বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি নিজের সম্পর্কে দাবি করে বলেন, কাদের সিদ্দিকীর এমপি-মন্ত্রী হওয়া কোন ব্যাপার নয়।। তিনি দল করেছেন, মানুষের পাশে থেকে পাহারা দেয়ার জন্য তিনি দল করেছেন এবং রাজনীতি করেন।

শনিবার বিকেলে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এ দাবি জানান।

বঙ্গবীর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হ”/ত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই তাকে জেলখানায় যেতে হতো। তাদের ওপর নির্যাতন করা হতো। কত জুলুম-অত্যাচার করা হতো তাদের।

কাদের সিদ্দিকী বলেন, আমি প্রথমে সংসদে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও মুক্তিযোদ্ধাদের সম্মানের দাবি জানিয়েছিলাম। তখন অনেকেই আমার উপর রাগ করেছিলেন। কিন্তু আজ মুক্তিযোদ্ধাদের সম্মানী ২০ হাজার টাকা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের এই সম্মানী ৫০ হাজার টাকা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এত রক্ত, এত গৌরবের বিনিময়ে বাংলাদেশে যারা বাস করে, তারা এখনো বলে, পাকিস্তান ভালো ছিল। তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিৎ। এদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সপরিবারে সাক্ষাতের পর তিনি আলোচনায় আসেন। তিনি তার নেতাকর্মীদের নিকট প্রধানমন্ত্রীর সাথে সপরিবারে সাক্ষাৎ করার পর দলে নিজের অবস্থান নিয়েও ব্যাখ্যা দেন। কিন্তু তিনি জানিয়ে দেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করেন এবং সেটা থেকে তিনি কখনো বিচ্যুত হবেন না।

Related Articles

Back to top button