opinionদৈনিক খবর

আপনি নাকি ১৮ কোটি মানুষকে ৩ বেলা খাওয়ান,মোবাইল দেন,আগুন নিভাতে ফায়ার হাইড্রেন্ট দিলেন না কেন:তৌফিকুল

বাংলাদেশের রাজধানী ঢাকার দিনটা গতকাল ছিল অনেক বেশি ভয়াবহ। ঢাকার অন্যতম বড় পোশাকের মার্কেট বংগো বাজারে গতকাল লেগেছিলো আগুন।আর সেই আগুন শেষ করে দিয়েছে পুরো মার্কেটকে। সেখানে এখন শুধুই চলছে হাহাকার আর আহাজারি। আর এতবড় আগুন লাগার অন্যতম কারন ছিল এঅগ্নি নির্বাপনের অব্যবস্থাপনা। এ নিয়ে এবার একটি বিশেষ লেখনী লিখেছেন তৌফিকুল ইসলাম। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

যে নাকি ১৮ কোটি মানুষকে ৩ বেলা খাওয়ায়; ১৮ কোটি মানুষকে মোবাইল ফোন দেয়; ১৮ কোটি মানুষের বাড়ীতে বিদ্যুৎ দেয়; ১৮ কোটি মানুষকে টেলিভিশন দেয়; পদ্মা সেতু দেয়, স্যাটেলাইট দেয় এবং এসব করে করে উন্নয়নের রোল মডেল-এ পরিণত হয়ে বসে রয়েছে; সে কি সারা দেশে একটা ’ফায়ার হাইড্রেন্ট’ও দিতে পারলো না!

আগুনে পুড়ে দিলো ২ হাজার কোটি টাকা!

ঈদের আগে ৫ হাজার ব্যবসায়ী আজ পথে বসে গেলো!

‘হাসিনোমিকস’ আসলে ‘চাপাবাজোমিকস’ এর প্রকৃত রূপ বই কিছুই না।

প্রসঙ্গত, বাংলাদেশে প্রতিবছরই ঘটে বড় বড় ধরনের সব অগ্নিকাণ্ডের ঘটনা।আর এই সব দুর্ঘটনা ঘটার পরেও যেন টনক নড়ে না সরকারের। একটি দেশের রাস্তার পাশে বা বড় বড় ব্যবস্হাপনার পাশে ফায়ার হাইড্রেন্ট বসানো কতটা জরুরি তা হয়তো এই জাতি আদৌ বুঝবে কি না সন্দেহ রয়েছে।

Related Articles

Back to top button