দৈনিক খবর

১০১ ঘণ্টা আটকে থাকার পর এক পরিবারের ছয়জনকে জীবিত উদ্ধার

সময় যত যাচ্ছে, তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের আশা ম্লান হয়ে যাচ্ছে। উদ্ধারকর্মীরা এখনও জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। এরই মধ্যে চার দিন কেটে গেছে। তবে ১০১ ঘণ্টা আটকে থাকার পর একটি তুর্কি পরিবারের ছয় সদস্যকে অলৌকিকভাবে উদ্ধার করা হয়েছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলে উদ্ধারকর্মীরা চার দিনেরও বেশি সময় ধরে ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা একটি ধসে পড়া ভবন থেকে ছয়জনকে উদ্ধার করেছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে আল জাজিরা এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকর্মী মুরত বেগম জানান, ধসে পড়া ভবনের ভেতরে একটি ছোট জায়গায় একসঙ্গে থাকা পরিবারের ছয় সদস্যের সবাই বেঁচে গেছেন।

প্রসঙ্গত, সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে যখন মানুষ ঘুমাচ্ছিল। এই ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 21,000 ছাড়িয়েছে।

Related Articles

Back to top button