দৈনিক খবর

স্বার্থপর নয়, এখনকার শিল্পীরা অনেক বেশি উদার : মাহফুজ

কেউ মজেছেন দৃশ্যায়নে, কেউ আবার সুর-সংগীত, গায়কী বা গানের কথায়। আবার কেউ কেউ মুগ্ধ হয়েছেন রোমান্সে। দর্শকদের এমন হাজারও প্রশংসাসূচক মন্তব্য প্রকাশিত ‘মেঘের নৌকা’ গানটিতে। যে গান দিয়ে প্রথমবার দেখা গেল মাহফুজ আহমেদ ও শবনম বুবলীকে। শুধু দর্শক নন, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবির এ গানটি নিয়ে মুগ্ধতা প্রকাশ করে নিজেদের ফেসবুক ও ফ্যান পেজে পোস্ট করেছেন শাবনূর, মেহজাবীন, মেহের আফরোজ শাওন, পরীমনি, আরিফিন শুভ, মীর সাব্বির, সজল, ভাবনার মতো জনপ্রিয় অনেক তারকা।

সেই সঙ্গে অনেক শিল্পী-সংগীত পরিচালকরাও প্রশংসা শুভকামনা জানিয়ে বলছেন, ‘মেঘের নৌকা’ গানটির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকেই সেরাটা উপহার দিয়েছেন। সিনেমার কোনো গান নিয়ে তারকাদের নিজ উদ্যোগে এমন অ্যাপ্রিসিয়েশন নজিরবিহীন ঘটনা! দীর্ঘদিন পর আবার সিনেমা করে তারকা সহকর্মীদের এমন আন্তরিকতা ছুঁয়ে যাচ্ছে অভিনেতা মাহফুজ আহমেদের হৃদয়। বিষয়টি তাকে নতুন করে ভাবাচ্ছে। কথা বলার সময় বারবার তিনি ইমোশনাল হয়ে যাচ্ছিলেন। দর্শকদের পাশাপাশি মাহফুজ তার সহকর্মীদের এমন অ্যাপ্রিসিয়েশনে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।

মাহফুজ আহমেদ বলেন, যেভাবে সহকর্মীরা অকাতরে ভালোবাসা দেখাচ্ছে আমি বিষয়টি নিয়ে সবার প্রতি অভিভূত, কৃতজ্ঞ। কথা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই এখনকার অনেক শিল্পীদের স্বার্থপর বলে মন্তব্য করে। নিজেদের ছাড়া তারা নাকি কাউকে বোঝে না। সত্যি বলছি, আমি তা একদমই অনুভব করছি না। আমি অনভুব করছি, এখনকার শিল্পীরা অনেক বেশি উদার। নিজেদের কথা না ভেবে ইন্ডাস্ট্রির কথা ভাবছে।

”তারা অনুভব করছে, এভাবেই একে অন্যের পাশে না থাকলে ইন্ডাস্ট্রি আগাবে না। এই আন্তরিকতা আমাকে সত্যি স্পর্শ করছে। আমার দীর্ঘদিনের শ্রম বিফলে যায়নি। যারা উদারতা দেখাচ্ছে আমি সবকিছু মনে রাখবো। তাদেরকে আমি আমার জায়গা থেকে অবশ্যই সবসময় আগলে রাখবো।”

নূরুল হুদা, আমাদের নূরুল হুদা, চৈতা পাগলার মতো বহু জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন মাহফুজ আহমেদ। পাশাপাশি শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, লাল সবুজ, জিরো ডিগ্রি- সিনেমাগুলো তার ক্যারিয়ারকে বড় পর্দায় অন্যরকম পরিচিতি এনে দেয়।

মাহফুজ আহমেদ জানান, ফেসবুকে তিনি মোটেও সক্রিয় নন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ঘটছে তিনি নিয়মিত চোখ রাখতে পারেন না। আরও জানান, তাকে যদি জানানো হয় তবেই তিনি জানতে পারেন কে কি লিখছেন। ‘মেঘের নৌকা’ গানটি প্রকাশের পর থেকে মাহফুজ আহমেদ জেনেছেন দর্শকদের পাশাপাশি শোবিজের অনেকে শিল্পীরা তার প্রশংসা জানিয়ে লিখছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা বললেন, আমি আসলে কাকে রেখে কার কথা বলবো? অনেকের সঙ্গে আমি কখনও কাজ করিনি, ব্যক্তিগতভাবে সখ্যতা নেই কিন্তু তারাও গানটির প্রতি দরদ ও মুগ্ধতা জানাচ্ছেন। দীর্ঘসময় এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আমার সহকর্মীরা এখনও আমাকে তাদের পরিবারের একজন করে রেখেছে। তারা আমাকে ধরে রেখেছে এটা আমি অনুভব করেছি। শুধুই ভালোবাসা কৃতজ্ঞতা তাদের প্রতি।

প্রকাশের ছয়দিনের মাথায় ইউটিউব থেকে ৯ লাখের বেশি দর্শক দেখেছে ‘মেঘের নৌকা’। ইমরান-কোনালের গাওয়া গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর সংগীত ইমরানের। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে ‘প্রহেলিকা’। তার আগেই প্রথম গান দিয়েই নজর কাড়লো সিনেমাটি।

সূত্র: চ্যানেল আই অনলাইন।

Related Articles

Back to top button