Nationalদৈনিক খবর

সংশোধন হচ্ছে সড়ক পরিবহন আইন, মোটরসাইকেলসহ সব গাড়ির বীমা লাগবে

আবারো পরিবর্তন হচ্ছে সড়ক পরিবহন আইন এবং সেখানে সংযুক্ত হচ্ছে জরুরি একটি বিষয়। আবারও বাস, ট্রাক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের জন্য বীমা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এ কারণে সড়ক পরিবহন আইন, ২০১৮ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বীমা না করলে গাড়ির মালিককে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ মার্চ জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বীমাবিহীন যানবাহন চলাচলে বাধা দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। এরপর আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডলকে নিয়ে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠান বিভাগ এর চেয়ারম্যান হিসেবে যানবাহনের জন্য বীমা বাধ্যতামূলক করার সুপারিশ করা। কমিটি বিদ্যমান সড়ক পরিবহন আইন সংশোধন করে একটি উপধারা যুক্ত করার সিদ্ধান্ত নেয়। উপ-ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি ধারা ৬০ (২) এর বিধান লঙ্ঘন করে, তবে এটি একটি অপরাধ হবে এবং এই ধরনের অপরাধের জন্য তাকে অনধিক তিন হাজার টাকা জরিমানা করতে হবে।’

২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সড়ক-মহাসড়কে মোটরসাইকেল, কার, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের মোট সংখ্যা ৫৬ লাখ ৬১ হাজার ৪১৮। বীমা বাধ্যতামূলক না হওয়ায় সরকার ৮৭৮ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এসব গাড়ি থেকে প্রতি বছর টাকা। এর মধ্যে কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) হিসেবে ধার্য করা হয়েছে ৮৪৯ কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ ২৮ কোটি টাকা। আইন সংশোধনের পক্ষে যুক্তি দেখিয়ে এসব তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন বলেন, পরিবহন মালিকদের প্রভাবে ২০১৮ সালে সড়ক পরিবহন আইন করা হয়। এটি বীমা ছাড়াই রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেয়। এরপর থেকে বীমা খাত যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকারও রাজস্ব হারাচ্ছে। আশার কথা, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর অবশেষে আইনে একটি ধারা যুক্ত হচ্ছে।

এ প্রসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, কোনো দেশেই বীমা ছাড়া কোনো যানবাহন চলতে পারে না, এমনকি বাংলাদেশেও নয়। এ জন্য শিগগিরই আইন সংশোধন করা হবে।

এদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ সংশোধনের উদ্যোগ এর প্রসঙ্গে কথা বলতে গিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, সড়ক পরিবহন আইন, ২০১৮ সংশোধনের কাজ চলছে। এটা রাস্তা ট্রাফিক জন্য প্রয়োজন.

Related Articles

Back to top button