খেলাধুলাদৈনিক খবর

মুসলিম তারকা করিম বেনজেমার হ্যাটট্রিকে ফাইনলে রিয়াল

এবার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে যেন পাত্তাই পেল না বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ১-০ গোলে জয় পেলেও ন্যু ক্যাম্পে রীতিমত ধুঁকতে হয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যদের। গতকাল বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে ভর করে ৪-০ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে কোপা দেল রের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা।

এদিকে বার্সার মাঠে রিয়ালের জয়ের রাতে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকের স্বাদ নেওয়ার পাশাপাশি অনন্য এক রেকর্ডে নাম লেখান ফরাসি তারকা করিম বেনজেমা। ১৯৬৩ সালে প্রয়াত হাঙ্গেরিয়ান তারকা ফেরেঙ্ক পুস্কাসের পর বার্সেলোনার ক্যাম্প ন্যুতে হ্যাটট্রিক করা প্রথম রিয়াল মাদ্রিদ খেলোয়াড় বেনজেমা। তাছাড়াও গত রাতের ম্যাচটি বেশ কয়েকটি কারণে রিয়াল মাদ্রিদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

কারণ চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৬০ বছর পর বার্সাকে তাদের মাঠেই কমপক্ষে ৪ গোল হজম করার তিক্ত স্বাদ দিয়েছে লস ব্লাঙ্কোসরা। এর আগে ১৯৬৩ সালের জানুয়ারিতে ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছিল মাদ্রিদের ক্লাবটি। সেই ম্যাচে গোল করেছিলেন ক্লাবের তিন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস, আলফ্রেদো দি স্তেফানো ও পাকো হেন্তো। আর হ্যাটট্রিক করেছিলেন প্রয়াত হাঙ্গেরিয়ান তারকা ফেরেঙ্ক পুস্কাস।

এদিকে ক্যাম্প ন্যুতে বুধবার রাতে সেমিফাইনালের ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। প্রথমে ভিনিসিয়াস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন ফরাসি তারকা করিম বেনজেমা। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ২০১৪ সালের পর প্রথমবারের মতো কোপা দেল রের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মাদ্রিদের দলটি। আগামী ৬ মে কোপা দেল রের শিরোপার লড়াইয়ে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

Related Articles

Back to top button