দৈনিক খবর

এবার ইউটিউব থেকে জোড়া স্বীকৃতি পেলেন শাকিব

নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নামে খোলা সুপারস্টার শাকিব খানের ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার এখন ১১ লাখের বেশি। অনিয়মিতভাবে ভিডিও ছাড়া হলেও শাকিবের নিজের প্রযোজনায় ছবিগুলোর ট্রেলার, গান ও ক্লিপস দিয়ে প্রায় ৭০টি কনটেন্ট আছে। ২০১৮ সালের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ধুমধাম আয়োজনে ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’ এর যাত্রা শুরু করেছিলেন সুপারস্টার শাকিব খান।

খুঁজে দেখা যায়, গানগুলোর ভিউস কোটি ছাড়িয়েছে। নিয়ম অনুযায়ী সাবস্ক্রাইবার ১০ লাখ পার হলে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলটির কর্ণধারকে গোল্ডেন প্লে বাটন উপহার দিয়ে স্বীকৃতি দেয়। শাকিবও তাই পেয়েছেন। বছর দেড়েক আগেই শাকিব খান ইউটিউবের স্বীকৃতি পেয়েছিলেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তার মাধ্যমে গোল্ডেন প্লে বাটন খোলেন শাকিব খান। পাশাপাশি তার ব্যক্তিগত আরও একটি চ্যানেলের সিলভার প্লে বাটন পেয়েছেন।

সুপারস্টার শাকিব খান জানান, দেড় বছর আগে গোল্ডেন প্লে বাটন পেলেও অবশ্য প্রকাশ করেননি। ভিডিও বার্তায় ইউটিউব কর্তৃপক্ষ ও দর্শকদের ধন্যবাদ দিয়েছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী এই নায়ক।দীর্ঘদিন ধরে মুক্তি পায়নি শাকিব খান অভিনীত নতুন সিনেমা। তবে দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোর বেশিরভাগই সচল আছে তার সিনেমাগুলো প্রদর্শনের মাধ্যমে।

উল্লেখ্য, আগামী ঈদে শাকিব অভিনীত ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আ/গুন’ নামে দুটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে।

Related Articles

Back to top button